সকালে উচ্ছেদ, বিকেলে দখল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ৬:৪৪ পূর্বাহ্ণ

নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডে নালার উপর অবৈধভাবে কাঠের পাটাতন বসিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল হকাররা। দৈনিক আজাদীতে গত সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর গতকাল মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালায় সিটি কর্পোরেশন (চসিক)।
সংস্থাটির পরিচ্ছন্ন বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে উচ্ছেদ করা হয় হকারদের। কিন্তু এর কয়েক ঘন্টা না যেতেই আবারো পূর্বের জায়গায় ফিরে আসে হকাররা। এ যেন রীতিমত চোর-পুলিশ খেলা। তাই দেখে স্থানীয় লোকজন হকারদের নেপথ্যের শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এবিষয়ে চসিকের পরিচ্ছন্ন বিভাগের এক কর্মকর্তা দৈনিক আজাদীকে বলেন, সোনালী ব্যাংকের সামনে থেকে আমরা ১৫ থেকে ২০ জন হকার উচ্ছেদ করেছি। কিন্তু বিকেলে তারা আবার বসে যায়। তখন পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় আমরা সহযোগিতা করেছি। এদিকে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে গতকাল চকবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় কাঁচাবাজার গলি, কাঁচাবাজার মোড় থেকে ধনিয়ার পুল হয়ে ফুলতলা পর্যন্ত কে বি আমান আলী রোডের উভয় পাশে ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে বসা দোকানপাট উচ্ছেদ করা হয়। রাস্তা দিয়ে যানবাহন ও বাজারের গলি দিয়ে সর্বসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করে দেয়া হয়।
একই অভিযানে এনায়েত বাজার জুবিলী রোড এলাকায় অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ২৬ ব্যবসায়ীকে ৪৮ হাজার টাকা জরিমান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজেএমবি চট্টগ্রামের প্রধান এরশাদসহ ৪ জনের বিচার শুরু
পরবর্তী নিবন্ধচমেক ল্যাবে ২ দিন বন্ধ থাকবে করোনা পরীক্ষা