জেএমবির চার সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন

বিস্ফোরক আইনের ধারায় মামলা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ৬:১১ অপরাহ্ণ

বিস্ফোরক আইনের ধারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির চার সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলায় এ চার্জ গঠন করা হয়।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভূঁইয়ার আদালত চার্জ গঠন করে বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নোমান চৌধুরী। বাংলানিউজ
চার জেএমবি সদস্য হলো মো. এরশাদ হোসাইন, এম এ হাসান ফুয়াদ, মো. সুজন ও মাহাবুব রহমান প্রকাশ খোকন।
এডভোকেট নোমান চৌধুরী বলেন, “২০১৫ সালে আকবরশাহ এলাকায় বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের হয়েছিল আসামিদের বিরুদ্ধে। ঐ মামলার বিস্ফোরক আইনের ধারায় অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভূঁইয়ার আদালত চার্জ গঠন করেছে। একই মামলায় সন্ত্রাস বিরোধী আইনের ধারায় অভিযোগের বিচার চলছে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মদসহ আটক ১
পরবর্তী নিবন্ধনকল গ্লিসারিন, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ হাজারী গলিতে