করোনা সচেতনতায় গণসংযোগ ও মাস্ক বিতরণ উপলক্ষে কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের অনুষ্ঠানে চট্টগ্রামে অনুমোদিত ও জামানতের অর্থ পরিশোধ করে অপেক্ষমাণ প্রায় ২৫ হাজার গ্রাহকের আবাসিক ঠিকানায় গ্যাস সংযোগ প্রদানের জোর দাবি জানিয়েছেন সিটি কপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম অলিউল্লা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখপাত্র মানিক হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, ৬ বছর ধরে চট্টগ্রামে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। তিনি জামানত পরিশোধকৃত ২৫ হাজার মানুষের ঘরে গ্যাস সংযোগ দেয়ার পাশাপাশি বিদ্যমান সংযোগকৃত বাড়িতে বর্ধিত চুলায়ও গ্যাস সংযোগের অনুমতি প্রদানের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া তিনি নির্বাচিত হলে চট্টগ্রামে আগামী ৫ বছর হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না বলেও ঘোষণা দেন।
পরে তিনি স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে চলাফেরা করতে চট্টগ্রামবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি কেজিডিসিএলকে সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে এখানে কোনো ধরণের গ্রাহক হয়রানি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।