দেশজুড়ে আলোচিত এএসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার অন্যতম আসামি এহতেশামুল হক ভোলা চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন। গতকাল সোমবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে শুনানি শেষে আসামি ভোলার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার কাজী সাহাবুদ্দিন আহমেদ।
গত ১৫ অক্টোবর ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় ভোলাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। ওইদিনই আদালতে সোপর্দের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এর আগের দিন ভোলা তার আপন মামা ও ব্যবসায়ী নুরুল আলমের কাছে নিজের মামলা পরিচালনার খরচ বাবদ ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদার দাবিতে নুরুল আলমের মালিকানাধীন জায়গার প্লট দখল করে ওখানকার কেয়ারটেকারকে মারধর করে।












