চকরিয়ায় পাঁচ কোটি টাকার খাস জমি উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চকরিয়ায় পাঁচ কোটি টাকা মূল্যের ৬ একরেরও বেশি সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জমি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. তানভীর হোসেন। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল মনছুর আজাদীকে বলেন, অভিযানে ঢেমুশিয়া ইউনিয়নের ঢেমুশিয়া মৌজায় ৬ একর ২০ শতাংশ জমি উদ্ধার করা হয়। ওই জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। সেখানে পাকাঘর নির্মাণ করা হয়েছিল। উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য অন্তত ৪ কোটি টাকা। এছাড়া বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা স্টেশন এলাকায় উদ্ধার করা হয় ১০ শতাংশ জমি। সড়ক ও জনপথ বিভাগের ওই জমিতে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হয়। অভিযানে সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অপরদিকে কোনাখালী ইউনিয়নের বটতলী স্টেশন এলাকায় খালের ওপর নির্মিত দোকান উচ্ছেদের সময় এক ব্যক্তি বাধা দেয়। তাকে ১০ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পূর্ববর্তী নিবন্ধবাঁশবাড়িয়ায় তুলার দোকানে দুর্বৃত্তের আগুন
পরবর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে আক্রান্ত ছাড়ালো ২৪ হাজার