রাউজানে পিংকি মহাজন নামে এক নারী ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ডাবুয়া ইউনিয়নের রামনাথ পাড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পিংকি মহাজন উপজেলার বিনাজুরী ইউনিয়নের অজিত মহাজনের মেয়ে ও রামনাথ পাড়ার ওমান প্রবাসী বিষু মহাজনের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানিয়েছে, পিংকি মহাজন দুই সন্তানের জননী। ঋণগ্রস্ত হয়ে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। প্রবাসে থাকা স্বামীরও অর্থ সংকট চলছিল। এর মধ্যে রোববার দেবর বাসু মহাজনের স্ত্রী মেরী মহাজনের সাথে ঝগড়া হয় পিংকির। মেরী মহাজন তাকে টাকা ধার দিয়েছিলেন।
টাকা আদায়ে গালমন্দ করায় মানসিক আঘাত পান পিংকি। পরে ওইদিন রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্য করেন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।