বাঁশখালীর পুইছড়িতে ওলকচুর ভেতর বিশেষ কায়দায় লুকানো ১৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার বিকালে এসব ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- রামুর ঈদগড় ৭নং ওয়ার্ডের চরপাড়ার ছৈয়দ কাসিমের স্ত্রী রামিছা বেগম (২২), সোয়া জাইন্যা পাড়ার মৃত নবী হোসেনের স্ত্রী জহুরা বেগম (৫০) ও সিএনজি চালক পেকুয়ার সুতিপাড়া এলাকার উকিল আহমদের পুত্র মো. নাছির (৪০)। তাদের কাছে পলিথিন দিয়ে মোড়ানো ওলকচুর ভেতর তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয় । বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে গোপনে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহের নেতৃত্বে একদল পুলিশ পুইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অবস্থান নেন। সেখানে তল্লাশি চলাকালে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন। এ ব্যাপারে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(ক) মূলে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। এর আগে গত রোববার বিকাল ও সন্ধ্যায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মহিলাকে আটক করা হয়। আটককৃত হলো -টেকনাফ হোয়াইকং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মোহাম্মদের স্ত্রী রাবেয়া খাতুন (৪৮), টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড়ের জালিয়াপাড়া এলাকার মৃত আবদুল্লাহর স্ত্রী আয়েশা বেগম (৪৫)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, থানা পুলিশ চেক পোস্ট বসিয়ে তল্লাশিকালে ২ হাজার পিস ইয়াবাসহ ২ মহিলাকে আটক করে। এ ঘটনায় রোববার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা এবং আটককৃতদের সোমবার (গতকাল) আদালতে সোপর্দ করা হয়েছে।