নগরের পোর্ট কানেকটিং রোডে অবৈধভাবে যানবাহন পার্কিং, কাঠ ও ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাত ব্যক্তিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। একই অভিযানে ৩৭নং মুনিরনগর ওয়ার্ডের আদর্শপাড়া আবদুল খালেক দফাদার রোডের উন্নয়ন কাজের প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। এরপর সেখানে উন্নয়ন কাজের অংশ হিসেবে ঢালাই কাজ সম্পন্ন করা হয়।