তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৮:০১ পূর্বাহ্ণ

সারাদেশে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী ও গ্রেড পরিবর্তনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত রয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে। মাঠ প্রশাসনের কর্মচারীরা আদালত পাড়ায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করে। কর্মবিরতি চলাকালে জেলা প্রশাসনের সকল শাখা কর্মচারী শূন্য হয়ে পড়ায় সেবা পেতে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। কর্মবিরতি চলাকালে সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাকাসস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক উদয়ন কুমার বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও নুরুল মুহাম্মদ কাদের। স্বাগত বক্তব্য রাখেন বাকাসস চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভপতি স্বপন কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব টয়লেট দিবস উদযাপন করল ডমেক্স
পরবর্তী নিবন্ধপোর্ট কানেকটিং রোডে পণ্য সামগ্রী রেখে প্রতিবন্ধকতা, ৭ ব্যক্তিকে জরিমানা