বোয়ালখালীর মধ্যম কড়লডেঙ্গায় গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কলন্দরিয়ায় ঈদে মিলাদুন্নবী(সা.) মাহফিল গত ২১ নভেম্বর বু-আলী কলন্দর (রহ.) আস্তানার অনুষ্ঠিত হয়। আলীউল ইসলাম সওদাগরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মু. হাবীবুল্লাহ মাষ্টার। প্রধান বক্তা ছিলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। মহিউদ্দীন আলকাদেরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাজী ওবাইদুল হক হক্কানী, এসএম মমতাজুল ইসলাম, আবদুল গফুর তালুকদার, জাহেদুল হক তালুকদার, নুরুল ইসলাম রহিমী প্রমুখ। এতে বক্তারা গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কলন্দরিয়া কমপ্লেক্স নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।