ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। চলতি মাসের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। অপূর্বর এখন সব সংকট কেটে গেছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। অপূর্ব যখন আইসিইউতে ভর্তি ছিলেন, তখন ভারতীয় এক ভক্ত তার সুস্থতায় পূজা মানত করেছিলেন। ওই ভক্তের নাম মৌমিতা ঘোষ। থাকেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। গত ২১ নভেম্বর সেই মানত পূরণ করতে ১১০৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গুয়াহাটি গিয়েছিলেন তিনি। এ তথ্য জানিয়েছেন মৌমিতা নিজেই। পরবর্তীতে জিয়াউল ফারুক অপূর্বর ফ্যান পেজে তা পোস্ট করা হয়। মৌমিতা তার সৃষ্টার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেদিন শুনলাম অপূর্ব ভাই আইসিইউতে, মুহূর্তে চোখের সামনে অন্ধকার দেখেছিলাম, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। মানত করেছিলাম অপূর্ব পুরোপুরী সুস্থ হয়ে বাড়ি ফিরলে ‘মা কামাখ্যা’-এর পূজা দিয়ে আসব। মা আমার এবং আমাদের প্রার্থনা শুনেছেন। ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দির। ২১ নভেম্বর মন্দিরে গিয়ে মানত পূরণ করেছেন মৌমিতা। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমি গুয়াহাটি গিয়ে, ‘মা কামাখ্যা’ কে পূজা দিয়েছি। তবে মৌমিতার এমন কাজ অন্তর্জালে বেশ প্রশংসা কুড়াচ্ছে। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অপূর্ব।