বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রাইজমানি নির্ধারিত হয়নি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সম্প্রতি শেষ হওয়া পেসিডেন্টস কাপে প্রাইজমানি ছিল। ক্রিকেটারদের জন্য ব্যক্তিগত পুরস্কারও ছিল। ম্যান অব দ্য ম্যাচ, সেরা বোলার, ফিল্ডার ব্যাটসম্যানরা প্রতি ম্যাচেই পেয়েছেন পুরস্কার। অপরদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের পারিশ্রমিক আছে। চার ক্যাটাগরিতে ১৫ লাখ, ১০ লাখ, ৬ লাখ ও ৪ লাখ টাকা করে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। ম্যাচ ফি না থাকলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলে সব ক্রিকেটারই নিজ নিজ মান অনুসারে অর্থ পাবেন। প্রেসিডেন্টস কাপের মত প্রাইজমানি থাকবে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। তবে যেটুকু জানা গেছে তাতে এই টি-টোয়েন্টি আসরে কোন প্রাইজমানি বরাদ্দ নেই। বিসিবির উচ্চপর্যায় বিশেষ করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন ও ব্যবস্থাপনায় জড়িতরা এমনটি নিশ্চিত করেছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য কোন অর্থ পুরস্কার থাকবে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি । বিসিবির এক পরিচালক জানিয়েছেন আসলে প্রাইজমানি থাকবে কিনা সেটা নির্ভর করছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ওপর। আগামীকাল বঙ্গবন্ধু কাপ উদ্বোধন করতে তিনি শেরে বাংলা স্টেডিয়ামে আসবেন। সেদিন কথা হবে। তিনি যদি উৎসাহ দেখান এবং দলগুলোকে ভাল খেলতে এবং উৎসাহিত করতে প্রাইজমানি বরাদ্দ করতে চান, তাহলে প্রাইজমানি অন্তর্ভুক্ত হতে পারে। আরেক পরিচালক জানিয়েছেন, প্রাইজমানি চূড়ান্ত না হলেও ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে পুরস্কৃত করা হবে। প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচ, আসরসেরা পারফরমার, সেরা বোলার, ফিল্ডার ও ব্যাটসম্যানের জন্য পুরস্কার ঠিকই থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকাতারে দ্বিতীয় বিভাগের দুই দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
পরবর্তী নিবন্ধচলে গেলেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়