চট্টগ্রাম জেলা ফুটবল দলকে টি শার্ট প্রদান করলো কোরীয় প্রতিষ্ঠান

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল দলকে টি শার্ট প্রদান করেছে কোরিয়ান প্রতিষ্ঠান তায়ং এর কনসট্রাকশন ম্যানেজার কিম বায়াং সাব। গতকাল ২২ নভেম্বর তিনি খেলোয়াড়দের সার্বিক সফলতা কামনা করে তাদেরকে এই উপহার প্রদান করেন। চট্টগ্রাম জেলা ফুটবল দলের পক্ষ থেকে তাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেল ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ও নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দীন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান মিরণ, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, কোচ আনোয়ার হোসেন, সহকারী কোচ মো. তৌহিদুল ইসলাম ছিদ্দিকী। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সভাপতি এম এ রহিম, সমন্বয়কারী মো. ফরহাদ হোসেন ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ’০৬ ও এইচএসসি ’০৮ চট্টগ্রাম শাখার শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকাতারে দ্বিতীয় বিভাগের দুই দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ