সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক দেশের সবচেয়ে বৃহৎ ব্যাচ ভিত্তিক গ্রুপ এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ স্টুডেন্টস অফ বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে গত শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। সকাল ৮টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নোমান রাসেল। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আরিফুর রহমান, মডারেটর রাশেদ মাহমুদ, রায়হানা মমি, আহ্বায়ক কমিটির সদস্য তামজীদ, রকিব, নয়ন, ইমরান, ইউসুফ, বিজয়, দিদার, শাফায়া, টিপু ও জুয়েল। একই দিন রাত ৯টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও ট্রফি তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।