তিনি (নবী) বললেন, ‘তাকে আল্লাহ্্ তোমাদের জন্য নির্বাচিত করেছেন এবং তাঁকে জ্ঞান ও শরীরের দিক দিয়ে অধিক প্রাচুর্য প্রদান করেছেন আর আল্লাহ আপন রাজ্য যাকে চান প্রদান করেন এবং আল্লাহ্্ প্রাচুর্যময়, জ্ঞাতা।’
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৪৭) সূরা বাক্বারা।
তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না- ধোকাবাজ, কৃপণ ও যে দান করিয়া দানের গৌরব করিয়া বেড়ায়।
– আল-হাদিস (নাছায়ী)।
বহু কিছু করার সংক্ষিপ্ত পথ হচ্ছে তৎক্ষণাৎ একটা কাজ শুরু করে দেওয়া।
– এস, স্কাইলস।