চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলন

ড্রেজার মেশিন জব্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:১৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বনবিভাগ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের মাইজবিলা মধু ফকির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম ও বালু জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, একটি মহল কিছুদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে বিশাল আকৃতির গর্ত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলন সরঞ্জাম ও ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ পৌরসভা যুবলীগের সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅধ্যাপক রঞ্জিত সাহা স্মরণে সভা