হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:১২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের সোনাই ত্রিপুরা পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে আমার গ্রাম আমার শহর বলা হয়েছিল। গতকাল শনিবার সোনাই ত্রিপুরা পল্লীতে বসবাসকারী ৫২ পরিবারের মধ্যে অপেক্ষাকৃত হতদরিদ্র চার পরিবারকে দুই লাখ দশ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি করে বসতঘর, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সোনাই ত্রিপুরা পল্লী চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়নের উপ-সহকারি মো. আহসানুল হক। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী। উপজেলা প্রশাসন আয়োজিত ও ইউপি সদস্য এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সোনাই ত্রিপুরা পল্লীর পক্ষে জৈতুন ত্রিপুরা।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কাউন্সিল
পরবর্তী নিবন্ধচন্দনাইশ পৌরসভা যুবলীগের সংবর্ধনা অনুষ্ঠান