আসন্ন চন্দনাইশ পৌরসভা নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে পৌরসভা এলডিপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী এম আইনুল কবিরের এক মতবিনিময় সভা গত শুক্রবার চন্দনাইশ হাজিপাড়াস্থ এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বাড়িতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপির সাধারণ আকতারুল আলম। এতে এম আইনুল কবির বলেন, আমি ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের নির্দেশ পেয়ে চন্দনাইশ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে মাঠে নেমেছি। সুতরাং দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। চন্দনাইশের প্রতিটি মানুষের হৃদয়ে প্রিয় নেতার অবস্থান। পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক জমির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, সহসভাপতি কামরুল আহসান, আবদুল মাবুদ, কমিশনার খোরশেদ আলম সবুজ, মাষ্টার মাহফুজ, গিয়াস উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন খোকা, বেলাল উদ্দীন সম্রাট প্রমুখ।