শঙ্কামুক্ত আজিজুল হাকিম

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৪৬ পূর্বাহ্ণ

কেটেছে শঙ্কা। জ্বর-ঠান্ডা বিদায় নিয়েছে। বেশ দ্রুতই সুস্থ হয়ে উঠছেন অভিনেতা আজিজুল হাকিম। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন। স্বাভাবিক খাবারও খাচ্ছেন। শিগগিরই তার করোনা টেস্ট করানো হবে আবার। স্বামীর শারীরিক অবস্থার আপডেট জানিয়ে এসব তথ্যই দিলেন নন্দিত নাট্যকার জিনাত হাকিম। তিনি গতকাল শনিবার সকালে বলেন, ‘আল্লাহর রহমতে শঙ্কা কেটে গেছে। একটু আগেই মেয়ের ভিডিওতে ওকে দেখলাম। ও উঠে দাঁড়িয়েছে। কেবিনে হাঁটাহাঁটি করছে। হাসপাতালের খাবার খেতে পারছে। পাশাপাশি ওর পছন্দের খাবারগুলো পাঠাচ্ছি চিকিৎসকদের অনুমতি নিয়ে। সেগুলোও খাচ্ছে।’ তিনি বলেন, দেশবাসীর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সবাই দোয়া করেছেন ওর জন্য। আরও দোয়া করবেন যেন দ্রুতই ওকে বাসায় নিয়ে আসতে পারি।’ গত ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদওয়ান হাকিমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জিনাত হাকিম বলেন, ‘আমরা মা ছেলে ভালোই আছি। আমাদের শঙ্কা ছিলো হাকিমকে নিয়ে। হাকিম সুস্থ থাকলেই আমি সুস্থ। এমন একটা অসুখ চাইলেও কাছে গিয়ে সেবা করা যায় না। তারউপর নিজেও অসুস্থ হয়ে গেলাম। ভয় পাচ্ছিলাম খুব ওকে নিয়ে। কন্ডিশনটা খুব বাজে ছিলো। ও সুস্থ হয়ে উঠেছে, এখন নিজেকেও সুস্থ লাগছে।’
এর আগে গেল ১২ নভেম্বর করোনায় আক্রান্ত ৬১ বছর বয়সী অভিনেতা আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেয়ার পর তার হার্ট ও ফুসফুসে জটিলতা ধরা পড়লে লাইফ সাপোর্টে রাখা হয় এই অভিনেতাকে।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখের নব্য সাজ
পরবর্তী নিবন্ধসময়টা এখন রাশমিকার