করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তবে তার সুস্থতার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করবে গাজী গ্রুপ চট্টগ্রাম। এখনই বদলি কোনো ক্রিকেটার নেওয়ার কথা ভাবছে না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দলটি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টির আগে কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান মাহমুদুল। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এই ব্যাটসম্যান এখন আইসোলেশনে আছেন শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে।
চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, ‘সে তরুণ ও খুবই প্রতিভাবান ব্যাটসম্যান। এরকম একটা টুর্নামেন্টে দল পেয়েছে, ওর সামনে এগিয়ে চলায় বড় সুযোগ হতে পারে এই টুর্নামেন্ট। আমরা ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আরও কয়েকদিন দেখব। এরপর কোভিড পরীক্ষা করাব। যখন দেখব যে একদমই সুযোগ নেই, তখনই কেবল অন্য কিছু ভাবব আমরা।’