রাঙ্গুনিয়ায় ফুটবলার বাছাই কর্মসূচির উদ্বোধন আজ

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৩১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে মাসব্যাপী এক ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২৮ নভেম্বর থেকে রাঙ্গুনিয়া স্কুল মাঠে শুরু হবে। এ উপলক্ষে আবেদনকৃত ৭০ ফুটবলারকে নিয়ে ৩ দিনব্যাপী এক বাছাই কার্যক্রম আজ রোববার বিকেল ২টা থেকে রাঙ্গুনিয়া স্কুল মাঠে শুরু হবে। বাছাই শেষে ৩০ জনকে নিয়ে এই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হবে।
আবেদনকৃত ফুটবলারদের খেলার সরঞ্জামসহ আজ যথাসময়ে প্রশিক্ষণ কর্মসূচির আহ্বায়ক প্রকাশ বড়ুয়া ও সদস্য সচিব প্রভাত কুসুম বড়ুয়ার কাছে রিপোর্ট করার জন্য রাঙ্গুনিয়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি এবং এই কর্মসূচির উদ্যোক্তা সাবেক কৃতি ফুটবলার তুষার কান্তি বড়ুয়া অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্ভাব্য টিকার অর্ধেকের বেশি অগ্রিম কেনার চুক্তি ধনী দেশগুলোর
পরবর্তী নিবন্ধকোভিড আক্রান্ত চট্টগ্রামের মাহমুদুল