খাগড়াছড়ি জেলা শহরের শান্তি নগর এলাকায় আমেনা বেগম (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বাড়ির পাশের আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকত নিহতের পরিবার।
নিহতের স্বজনরা জানায়, দুপুরে বাড়ির সবাই গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিলেন। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নিহতের মা।
দীর্ঘদিন ধরে নিহত আমেনা বেগম মানসিক রোগে ভুগছিলেন বলে জানায় স্বজনরা। তিনি দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত গোলাম আফসার বলেন, “মরদেহটির পা মাটি স্পর্শ করেছিল। তাই এটি কি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠায়।” এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।