তারেক রহমানের জনপ্রিয়তায় সরকারের যত ভয়

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মাহফিলে সুফিয়ান

| শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৮:২৫ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ আছর নগরীর শাহ আমানত খান (রা.) মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল, এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, লুৎফর এনাম চৌধুরী টিটু, গিয়াস উদ্দিন চৌধুরী আজাদ, ইঞ্জি. শাহ নেওয়াজ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী মুকুল, নেওয়াজ হোসেন নিষাদ, আরিফুর রহমান মারুফ, সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, যুগ্ম সম্পাদক শফিউল করিম শফি, সালাউদ্দিন সুমন, কামাল হোসেন, অ্যাড. কাজী মফিজুর রহমান, মীর জাকির আহমদ, আবদুল আলিম, মো. ইউসুফ, নঈম উদ্দিন চৌধুরী, আবদুল কাদির, হান্নান রহিম, মোনায়েম খান, আবু বক্কর, সাখাওয়াত হোসেন, তৌহিদুল ইসলাম, জয়নাল আবেদীন জনি, নুরুল আবছার দুলাল, মো. মহিউদ্দিন, এম এ হাশেম চৌধুরী, মনির আহমেদ, মো. হাসান, ফারুক হোসেন, জমির উদ্দিন আজাদ, আবু তৈয়ব মাহির, দিদারুল আলম দিদার, সৈয়দ মো. অলিদুল হুদা ওয়ালিদ, এড. তৌহিদ হোসেন সিকদার, সেলিম উদ্দিন, মো. ইলিয়াছ, দিদারুল আলম, মাঈনুদ্দিন মনির, নুরুল আবছার প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় আবু সুফিয়ান বলেন, তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা আওয়ামী লীগের অপরাজনীতির জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তাই শেখ হাসিনা ও তাঁর দল তারেক রহমানকে আগামীদিনের প্রধান প্রতিপক্ষ ভেবে রাজনীতি থেকে মাইনাস করার নানা ফন্দি আঁটছেন। তাকে রুখতে সরকার আইন-আদালত থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল বিভাগের শক্তি ব্যবহার করছে। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবকে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে গৃহীত উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি
পরবর্তী নিবন্ধমেয়র নির্বাচিত হলে নগরীবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাব