কবি সুফিয়া কামালের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর মোমিন রোডস্থ নাগরিক হলে স্মরণসভা অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা দুলাল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আইন কলেজের সাবেক জিএস সুমন দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী মাইজভাণ্ডারী, সাংবাদিক কামাল হোসেন, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, ছাত্রলীগ নেতা মো. আলমগীর, কবি সজল দাশ, মো. নুরুচ্ছফা, রিমন মুহুরী প্রমুখ। এতে বক্তারা বলেন, নারীদের অন্ধকার অচলায়তন ধারাকে আলোতে উদ্ভাসিত করেছেন নারী জাগরণের সাহসী বীরযোদ্ধা কবি সুফিয়া কামাল। অসাম্প্রদায়িক চেতনায় কবিতা ও সাহিত্য চর্চার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে যোদ্ধাদের অসম সাহস যুগিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।