মাস্ক না পরায় অর্ধশত লোককে জরিমানা

বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৪:৩৩ পূর্বাহ্ণ

মুখে মাস্ক নিশ্চিত করতে এবার নগরীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে অভিযান পরিচালনা হয়েছে। এ সময় মাস্ক না পরার অপরাধে পঞ্চাশ জনকে সাড়ে পাঁচ হাজার টাকার অধিক জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছেন।
সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম চিড়িয়াখানায় অভিযান চালান। এ সময় দর্শনার্থীদের অনেকেরই মুখে মাস্ক না পড়ে ঘোরাঘুরি করতে থাকে। পরে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরার অপরাধে ২৭ জনকে ২৮শ’ টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান পতেঙ্গা সৈকত এলাকায় অভিযান চালিয়ে ১০জনকে ৮৫০ টাকা জরিমানা করেছেন। দর্শনার্থীদের অনেকেই মাস্ক না পড়ে সৈকতে ঘুরাঘুরির অপরাধে এ জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেনের ভ্রাম্যমাণ আদালত কাজীর দেউড়ি শিশু পার্ক ও ডিসি হিলে অভিযান চালিয়েছে। একই ভ্রাম্যমাণ আদালত শিল্পকলা একাডেমি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেছেন। এ সময় ১৩ জনকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় চট্টগ্রাম চিড়িয়াখানা, ডিসি হিল, কাজীর দেউড়ি শিশু পার্ক, পতেঙ্গা বীচ, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের ভিড় ছিল।

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, চারজনের আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে লুট করা সাড়ে ৫৬ লাখ টাকা উদ্ধার কর্মচারীসহ গ্রেফতার ৩