খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৪:৩১ পূর্বাহ্ণ

খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এসময় তিনি হামিদুল্লাহ মিয়া বাজারের ব্যবসায়ী নেতাদের সাথেও বৈঠক করেন। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত সচিব দৈনিক আজাদীকে বলেন, খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ী পেঁয়াজ পচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ আমদানি করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি আগামী জানুয়ারিতে টিসিবি পেঁয়াজ প্রকিউরমেন্ট করার সময় তাদের কাছ কিছু নেয়া যায় কিনা ভেবে দেখবো।
বৈঠকে উপস্থিত হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, অতিরিক্ত বাণিজ্য সচিব এবং ভোক্তা অধিকারের কয়েকজন কর্মকর্তা মার্কেট পরিদর্শন করেছেন। আমরা তাদের কিছু দাবি উত্থাপন করেছি। এবার পেঁয়াজ ব্যবসায়ীরা এক প্রকার মরে গেছে। আমরা বলেছি, চট্টগ্রাম বন্দরের চার্জ মওকুফ এবং সেখানে যদি বেশিদিন পেঁয়াজ রাখার সুযোগ দেয়া হয় তাহলে ব্যবসায়ীরা উপকৃত হবে। কারণ ব্যবসায়ীরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারছে না বলে পেঁয়াজ পচে যাচ্ছে। আবার নিম্নমানের পেঁয়াজও বাজারে আসছে।

পূর্ববর্তী নিবন্ধবছর না যেতেই ব্লকে ধস
পরবর্তী নিবন্ধউত্তরায় মিললো ৩১ হাতবোমা