হেফাজতের সীরাত সম্মেলন বন্ধ করা যাবে না

বিক্ষোভ সমাবেশে বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:৩৬ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর পূর্ব নির্ধারিত তিনটি কর্মসূচি প্রশাসনের বাধায় পন্ড হয়ে যায়। এর প্রতিবাদে হেফাজতে ইসলাম হাটহাজারী শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ডাকবাংলো চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর এক মিছিলটি হাটহাজারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসার সামনে এসে শেষ হয়। এতে বক্তারা অভিযোগ করে বলেন, সীরাত সম্মেলনে বাধা দেয়া মানে ইসলাম প্রচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। হেফাজতের সীরাত সম্মেলন বন্ধ করা যাবে না উল্লেখ করে তারা স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে সহযোগিতা করার দাবি জানান। এতে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভী। মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা আলী আকবর,মাওলানা এমরান সিকদার প্রমুখ। উল্লেখ্য, গতকাল ঢাকায় রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স, মাদারীপুর ওলামা সম্মেলন ও কুমিল্লার দয়াপুর মাদরাসার সম্মেলনসহ তিনটি অনুষ্ঠান প্রশাসনের বাধায় পন্ড হয়ে যায়। যাতে আল্লামা বাবুনগরী প্রধান অতিথি থাকার কথা ছিল।

পূর্ববর্তী নিবন্ধভুটানের সাথে বাংলাদেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি ডিসেম্বরে
পরবর্তী নিবন্ধপটিয়ায় দশ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ৪