(কবি আবুল হাসনাতের প্রয়াণে নিবেদিত)
তোমার পতাকা তুমি নিয়ে গেলে সাথে
সুখ্যাতির, শ্রদ্ধার, ভালোবাসা আর সম্মানের।
তোমার তুলনা তুমি নিমগ্ন সাধক সাহিত্যের
বিপুল বৈভবে আর নিষ্ঠায় করেছো পালন সম্পাদনার,
কী ঐশ্বর্যে সাজিয়েছিলে সাহিত্য-কানন
নিপুণ কৌশলে আর প্রস্ফুটিত প্রফুল্লতায়।
এমন বিনম্র জীবনের ঘ্রাণ, আলোর সিম্পনি
ভাবতে শেখায় নতুন উদ্দীপনায়;
কবিতার ভুবন তোমার আরাধ্য মনোভূমি
তোমার নামেই তুমি কিংবদন্তি, শিশির ভেজা শুভ্রকণা।
শিউলি বোঁটার হলুদ কষ্ট অবশেষে তুমি
আস্বাদন করলে বৈষ্ণবীয় আচ্ছাদনে।
এপারে তোমার দীর্ঘশ্বাস,
ওপারে শান্তি আশ্রম।