নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন ও অস্বাস্থ্যকর পন্থায় খাবার সংরক্ষণের অপরাধে কক্সবাজার শহর ও সাগরপাড়ের চার রেস্তোরাঁঁকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দিনব্যাপী অভিযানে এই জরিমানা করা হয়। এদিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারের ৩ টি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন জানান, গতকাল বুধবার ভোক্তা সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন ও অস্বাস্থ্যকর পন্থায় খাবার সংরক্ষণের অপরাধে কক্সবাজার সাগরপাড়ের তরঙ্গ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, শহরের লালদীঘিপাড়স্থ বিরাম রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, বাজারঘাটার ‘আড্ডাবাড়ি’ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং ভ্যাট আদায়ে অনিয়ম করার অপরাধে হোটেল মোটেল জোনের রূপসী বাংলা রেস্তোরাঁকে ২০ হাজার টাকাসহ চার রেস্তোরাঁঁকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীর বড় মহেশখালী নতুন বাজারের ৩ টি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার দ্বারা ইজিবাইক, টমটম চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বেশকিছু টমটম জব্দ করা হয়ছে। গতকাল বুধবার বড় মহেশখালীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান এ অভিযান চালান। এসময় নতুন বাজারের হোটেল কুইন, রাজ ভবনসহ তিন হোটেলকে বিভিন্ন অনিয়মের দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।









