চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্মচারী সংসদের নবগঠিত কমিটির পক্ষ থেকে গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ পূর্বের ধারাবাহিকতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারীদের ন্যায্য ও ন্যায়সংগত দাবি দাওয়া আদায় সম্পর্কে আলোচনা করেন। চেয়ারম্যান উপস্থিত সকলকে বোর্ডে আগত সেবা প্রত্যাশীদের স্বল্প সময়ের মধ্যে সেবা প্রদানের তাগিদ দেন।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি মো. জাহেদ হোসেন খোকা, সহ সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. আইউব আলী, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক মো. আকতার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আহসান হাবীব, দপ্তর সম্পাদক ফোরকান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










