রাউজানে মুনিরীয়াপন্থীদের অবস্থান প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগের কয়েকশ অনুসারী মাইক্রো বহর নিয়ে কাগতিয়া পীরের বাড়িতে গতকাল বুধবার ভোরে জমায়েত হয়। এ সংবাদে বিরোধীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়ন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে, ঝাড়ু মিছিল করে। স্থানীয়দের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেয় উপজলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। সকাল থেকে রাঙামাটি সড়কের সূর্যসেন চত্বরে বিক্ষোভ সমাবেশে যোগ দেয় কয়েক’শ লোক। এখানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনেয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, মুনিরী যুব তবলীগ জঙ্গি সংগঠন। তারা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলাকারী। এই জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদের হাতে অনেকেই খুন ও জখম হয়েছে। তারা স্বাধীনতা বিরোধী। তার অভিযোগ শান্ত রাউজানকে অশান্ত করার এজান্ডা নিয়ে তারা এলাকায় প্রবেশ করেছে। সমাবেশ থেকে মুনিরীয়া পন্থীদের এলাকা ছাড়তে দুইটা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। একই ইস্যুতে বিক্ষোভ সমাবেশ হয়েছে নোয়াপাড়া পথের হাটে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভুপেষ বড়ুয়া, পাহাড়তলীর চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া এখানে নেতৃত্ব দেয়। পশ্চিম গুজরায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে স্থানীয় চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ও উরকিরচরের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের নেতৃত্বে। জানা যায়, মুনিরীয়া সমর্থকদের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করেছিল প্রশাসন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন মুনিরীয়া পন্থীরা এসে সমাবেশ করবেন এমন অনুমতি আগে নেয়নি। তারা অনুমতি না নেয়ার কথা স্বীকার করে শান্তিপূর্ণভাবে এলাকা ছেড়ে চলে গেছে।
এদিকে মুনিরীয়া তরিক্বত পন্থীরা অভিযোগ করেছে মাজার জেয়ারত ও দোয়া মাহফিল করে ফিরে যাওয়ার পথে মগদাই এলাকায় প্রতিপক্ষের উচ্ছৃংখল লোকজন তাদের গাড়ি আটকিয়ে মাইক্রোর কাচ ভেঙেছে। কয়েকজনকে মেরে আহত করেছে। এই নিয়ে কথা পরে বলবেন বলে ফোন কেটে দেন।

পূর্ববর্তী নিবন্ধ২৮নং পাঠানটুলী ওয়ার্ড আ.লীগের মানববন্ধন
পরবর্তী নিবন্ধমদ তৈরির দায়ে নারীর কারাদণ্ড