পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধভাবে মাঠে নামছে বামফ্রন্ট ও কংগ্রেস। ভোটে কংগ্রেস এবং বামদের আসন সমঝোতা হবে দুই পক্ষের কোর কমিটির সিদ্ধান্ত এবং আলোচনার ভিত্তিতে। কলকাতার গণমাধ্যমে প্রকাশ, মঙ্গলবার জোটের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জোট সূত্রের খবর পাওয়া গেছে। খবর বাংলানিউজের।
বৈঠকে প্রত্যাশিতভাবেই আসন ভাগাভাগির বিষয়টি উঠেছিল। তখন ঠিক হয়, জেলা স্তরে নেতাদের পরামর্শ নিয়ে আসন ভাগের বিষয়টি ঠিক হবে। তার পরেই দুই পক্ষের নেতারা সিদ্ধান্ত নেয় কংগ্রেস ও বামফ্রন্ট দুই তরফেই একটি করে কোর কমিটি গঠন করে দেওয়া হবে। তারাই রাজ্যজুড়ে নিজ নিজ দলের জেলার নেতাদের সঙ্গে আলোচনা করবেন।