করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার চন্দনাইশ, পটিয়া ও সীতাকুণ্ডে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২১ জনকে ৬ হাজার ২শ ৪০ টাকা জরিমানা করা হয়েছে।
চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে মাস্ক না পরায় ১১ জন চালক ও পথচারীকে ১ হাজার ৪শ ৪০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে উপজেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন এ অভিযান পরিচালনা করেন।
পটিয়া প্রতিনিধি জানান, মাস্ক না পরায় পটিয়ায় ১০ জনকে ৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে পৌর সদরের সবুর রোড ও মুন্সেফ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাসান এ জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের পেশকার বিধান মিত্র ও অফিস সহায়ক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার ইউএনও ফয়সাল আহমেদ মাস্ক না পরায় ২০ জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছিলেন।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বিকেলে পৌরসদর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। তবে করোনা প্রাদুর্ভাব আবারও বাড়ছে জানিয়ে দোকানি ও পথচারীদের সতর্ক করা হয়। এ সময় বেশ কিছু মাস্কও বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, মো. সাইফুল রুবেল, সীতাকুণ্ড থানার এসআই মামুন হোসেন এ সময় উপস্থিত ছিলেন।