বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেছেন, আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দেশপ্রেমিক হচ্ছেন মজলুম জননেতা মওলানা ভাসানী। তাঁর রাজনৈতিক জীবনে দলবদল করেছেন, তৈরি করেছেন দল। কিন্তু তার আদর্শ কখনো বদল করেননি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম কার্যালয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মোহাম্মদ ইলিয়াস মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট জহুরুল হক আনছারী, সহসভাপতি মুসলিম সিকদার, মহানগর সেক্রেটারি নুরুল আলম, এডভোকেট মোজাম্মিল হোসাইন, কোতোয়ালি থানা সভাপতি জাহেদ আলী, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।