টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সঃ) মাহফিল গত ১৬ নভেম্বর সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন।
বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কম্পাউড জামে মসজিদের খতিব হুমায়ুন বিন আহমদ, অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক। উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন, মো. নাছির উদ্দিন, ফরিদুল ইসলাম, মো. লিয়াকত আলী, উপদেষ্টা রফিকুল আলম, আহমদ হোসাইন, মুহাম্মদ ফরিদ উদ্দিন, শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, আবদুল করিম,আবু তাহের, মুহাম্মদ আজগর আলী, নুরুল হুদা, ইশতেহাদ হোসেন রাজীব, আবু বক্কর, ইশতিয়াক উদ্দিন, মো. মনজুর এলাহী, মো. দিদারুল আলম, মো. মিজানুর রহমান। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জুনাইদ ছিদ্দিকী প্রমুখ। ড. মাওলানা নিজাম উদ্দিন বলেন, অবৈধ উপার্জন ছেড়ে বৈধভাবে আয় করতে হবে তবেই ব্যবসা বাণিজ্যে অধিক উন্নতি করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।