শান্তি নিকেতন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১০:৩১ পূর্বাহ্ণ

আনোয়ারার উত্তর ইছাখালীতে নিউ শান্তি নিকেতন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও ধর্মসম্মেলন গত ১৬ নভেম্বর ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অরুন বালা শীলের ব্যবস্থাপনায় প্রায় ৫০০ জন দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শঙ্কর মঠ ও মিশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি লায়ন দিলীপ কুমার শীলের সভাপতিত্বে এতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ডা. সরোজ কান্তি চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, মো. শাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ অসহায় ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট হাসপাতালে সেন্ট্রাল অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন
পরবর্তী নিবন্ধএন মোহাম্মদ গ্রুপের ‘এইচ ডিপিই প্রেসার পাইপ ইন্ট্রুডাকশন’ ওয়ার্কশপ