বোয়ালখালী হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় ৮৮ জনকে জরিমানা

মাস্ক না পরায় কঠোর প্রশাসন

আজাদী ডেস্ক | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ৯:২৫ পূর্বাহ্ণ

করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। এরপরেও যারা মাস্ক না পরছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের বোয়ালখালী প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার বোয়ালখালী উপজেলা সদর ও ফুলতল এলাকায় রাস্তা, মার্কেট ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় মাস্ক না পরায় ১৬ ব্যক্তিকে ৩৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার এসআই নেছারের নেতৃত্বে পুলিশের একটি টিম। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পরার জন্য সরকারের নির্দেশনা রয়েছে। মাস্ক না পরলে জরিমানাসহ কারাদণ্ডও হতে পারে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
আমাদের হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতেও মাস্ক না পরায় ১৬ ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান চালনো হয়। ৫ম পৃষ্ঠার ৪র্থ কলাম
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টা অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ১৬ ব্যক্তিকে ৬ হাজার ১ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় মাস্ক পরিধান করার বিষয়ে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এসময় ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। করোনা প্রতিরোধে মাস্ক পড়া নিশ্চিত করতে ও জনগণের মধ্যে সচেতনার বৃদ্ধি লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে লোহাগাড়াতেও মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ২২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ ভবনের সামনে মহাসড়কে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু। তিনি জানান, করোনার দ্বিতীয় পর্যায় ঠেকাতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় সংক্রমণ রোধ ও প্রতিরোধ নির্মূল আইন ২০১৮ এর ২৫(খ) ধারায় ২২ জনকে ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী।
আমাদের বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে মাস্ক না পরায় ৩৪ জনকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাঁশখালী পৌরসভার গ্রিনপার্ক কনভেনশন সেন্টারের পাশে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এসময় খালি মুখে চলাচলকারীদের জরিমানা ও মাস্ক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, নিজেদের সচেতনাই পারে করোনা থেকে রক্ষা করতে। তাই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবাসায় গৃহবধূর ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত চবি শিক্ষক, জামিন শুনানি পেছাল