হাটহাজারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গত শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। হাটহাজারী ডায়াবেটিক সমিতি এ উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। ডায়বেটিস হাসপাতাল মিলনায়তনে পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শরিফ উল্লাহ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন,চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব,হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, দিদারুল আলম দুলাল। স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ। সভায় বক্তব্য রাখেন ডা. কে এম আতাউল গনি পারভেজ,ডা. টিপু সুলতান, আবদুল্লাহ আল মামুন, শফিউল আলম সিকদার,ব্যাংকার দিল মোহাম্মদ। কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ নুরুদ্দীন আহম্মদ।
উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল,রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,অধ্যাপক আরিফুর রহমান ও শাহাজান সিরাজ বাবুল।

পূর্ববর্তী নিবন্ধপথশিশু, ছিন্নমূল মানুষের মাঝে এইচপিএফের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধুর স্বপ্নের ফসল