বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পুটখালি খালে টেকসই বাঁধ ও স্লুইসগেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী জানান, উপজেলার সীমান্তবর্তী পুঁইছড়ি-টৈটং ইউনিয়ন সংযোগ ছড়ার পানি চলাচলের জন্য পুটখালি খালে যে কালভার্ট রয়েছে, তা কয়েকবছর ধরে সংস্কারহীন পড়ে রয়েছে। এতে জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে লোকালয়। নষ্ট হচ্ছে চলাচলের সড়ক। ক্ষেতের ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় চাষীরা।
এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অসহযোগিতায় স্লুইসগেটটি সংস্কার হচ্ছে না। এছাড়াও স্লুইসগেট সংযোগ বেড়িবাঁধটি ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। বাঁধটি ভেঙে গেলে দক্ষিণ ও পশ্চিম পুঁইছড়ির প্রায় ১৮ হাজার বসতঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সমাজকর্মী রোটারিয়ান মুবিনুল হক বলেন, এ ব্যাপারে পাউবোর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে বারবার ধর্ণা দেওয়া হয়েছে। তারপরেও কার্যকর কোনো ভূমিকা দেখতে পাইনি। আগামী ১৫ দিনের মধ্যে স্লুইসগেটের সংস্কার কার্যক্রম দৃশ্যমান না হলে পাউবোর চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রকৌশলীকে স্মারকলিপি দেয়া হবে।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।