মুক্তিযোদ্ধা কে.এম ছমিউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে গতকাল ১৫ নভেম্বর ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম সালাহ্উদ্দীন কামালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক কপিল চৌধুরী, অ্যাড. সঞ্জয় চৌধুরী, ডা. কিরন্ময় চৌধুরী, পার্থ সারথী চৌধুরী, ঋত্বিক চৌধুরী, শ্যামল দে, মো. তৌহিদুল আলম, অধ্যাপক তুষার কান্তি ভারতী, অধ্যাপক নির্মল পাল ও আবু রাশেদ মুনির। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উদ্যোগে বিগত সময়ের ধারাবাহিকতায় এবার চারটি ক্লাবের মধ্যে ক্রিকেট, ফুটবল ও দাবা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।