মাস্ক নেই হোটেল কর্মচারীর, জরিমানা গুনলেন মালিক

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৯:৫১ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি না মেনে হোটেল পরিচালনার দায়ে চট্টগ্রামে দুই মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরের নতুন চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে। খবর বাংলানিউজের।
অভিযানে নতুন চাক্তাই এলাকার ক্যাফে ফয়েজ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এবং হোটেল পিউর অ্যান্ড ফ্রেশ বিরানি হাউসে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। দুই হোটেলেই ব্যবস্থাপক, ক্যাশিয়ার ও অন্যান্য কর্মচারীদের মাস্ক ছাড়া অবস্থায় দেখতে পান ম্যাজিস্ট্রেট। এই কারণে দুই হোটেল মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি ওই দুই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল। এই কারণে তাদের জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধবাহারছড়ার ব্রিক ফিল্ড মালিক আটক