চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি এবং সদরঘাট ও কর্ণফুলী থানার দুই ওসি পদে রদবদল করা হয়েছে। গতকাল সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের পৃথক আদেশে এই রদবদল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর।
জানা গেছে, আদেশে সিএমপির নতুন অতিরিক্ত উপ কমিশনার পঙ্কজ দত্তকে নগর গোয়েন্দা পুলিশ উত্তরের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগে কর্মরত এডিসি শাহ মো. আব্দুর রউফকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিএমপি গণমাধ্যম শাখায় পদায়ন করা হয়। সদরঘাট থানার ওসি এসএম ফজলুর রহমান ফারুকীকে সরিয়ে সেখানে দায়িত্ব দেয়া হয়েছে পরিদর্শক মো. সাখাওয়াৎ হোসেনকে। ফজলুর রহমান ফারুকীকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। অপরদিকে কর্ণফুলী থানার ওসি পদে ইসমাইল হোসেনকে সরিয়ে পদায়ন করা হয়েছে পরিদর্শক দুলাল মাহমুদকে। এছাড়া পৃথক একটি আদেশে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার সিনহাকে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পরিদর্শক মো. ছাবেদ আলীকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।