মহানগর যুবলীগের সাবেক সভাপতি চন্দন ধর দীর্ঘদিন মহানগর ছাত্রলীগের পর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহানগর যুবলীগের দায়িত্ব পালনকালীন সময়ে চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্যসহ একাধিক পদে কেন্দ্রীয় যুবলীগ নেতৃত্ব দিয়েছেন জানিয়েছে চন্দন ধর বলেন, যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে এরকম কখনো নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল না। এটা হয়েছে মহানগর যুবলীগের নেতৃত্ব সংকটের কারণে। তারা নিজেদের মধ্যে নিজেরা ঠিক নেই। আমার প্রশ্ন হলো চট্টগ্রাম মহানগর যুবলীগের বর্তমান কমিটি কী করছে? তারা যদি বলতো কে কেন্দ্রীয় যুবলীগ করবে। ৫ম পৃষ্ঠার ৬ষ্ঠ কলাম
কে আওয়ামী লীগ করবে আর কে মহানগর যুবলীগ করবে- তাহলে আজকে চট্টগ্রাম মহানগর কেন্দ্রীয় পদে নেতৃত্ব শূন্য অবস্থায় থাকত না। কেউ না কেউ কেন্দ্রীয় পদে থাকতো। আমাদের সময়ে (আমি যখন মহানগর যুবলীগের সভাপতি ছিলাম) আমরা বলতাম কে যুবলীগ কে আওয়ামী লীগ করবে। তখন আমরা কেন্দ্রে একটি লিস্ট পাঠাতাম। যুবলীগের সম্মেলনে আমাদেরকে কার্ড দিয়েছিল। আমরা সম্মেলনে গিয়েছিলাম। তখন তাদেরকে (চট্টগ্রাম মহানগর যুবলীগের শীর্ষ নেতাদের) জিজ্ঞেস করেছিলেন কারা কারা যুবলীগ করবে। তখন তারা কিছু বলেনি। ওরা (মহানগর যুবলীগের শীর্ষ নেতারা) ১ জনে সবগুলো পদ চাই। ওরা যদি ঐ সময় বলতো একজন কেন্দ্রীয় যুবলীগ করবে। ১ জন মহানগর যুবলীগ করবে। অবশিষ্টরা আওয়ামী লীগ করবে। তাহলে আজকে মহানগরীতে কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্ব আসন শূন্য থাকতো না। ওরা সিদ্ধান্ত নিতে পারেনি। এটা তাদের মধ্যে ঐক্যের অভাব। তারপরও আমি মনে করি- এখনো যেসব পদ খালি আছে সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে কাউকে না কাউকে কেন্দ্রীয় পদ দেয়া হবে।