অভিযানের দ্বিতীয় দিন ১৬০টি অবৈধ সাইনবোর্ড, ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার নগরীর আন্দরকিল্লা থেকে লালদীঘি এবং টেরীবাজার থেকে বদরপাট্টি এলাকায় এ অভিযান পারিচালিত হয়।
অভিযান মনিটরিং করেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম। তিনি আজাদীকে বলেন, দেড় শতাধিক সাইনবোর্ড, ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করেছি। অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, সাইনবোর্ড উচ্ছেদ কম হয়েছে। বেশি হয়েছে ব্যানার-ফেস্টুন। বেশিরভাগ সাইনবোর্ড উপরে লাগানো এবং এগুলো অপসারণে গ্যাস কাটার লাগবে। এজন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার অভিযান চালানো হবে। গতকালকের অভিযানে ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।