নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডে চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গত শনিবার সল্টগোলা ক্রসিংয়ের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, আগামী চসিক নির্বাচনে মেয়র নির্বাচিত হলে কোন প্রকার হোল্ডিংট্যাক্স বাড়ানো হবে না। ৩৯নং ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক কমিশনার মো. আসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কামরুল হাসান ভুলু, আকবর হোসেন কবি, রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ। প্রধান বক্তা ছিলেন মো. হারুন উর রশীদ। বক্তব্য রাখেন মো. আবু তাহের, কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন, মো. জাবেদ, দিদারুল আলম, মামুনুর রশীদ, আবদুর রওফ, জাবের, শারমিন ফারুক সুলতানা, নাসিমা আক্তার, মো. ইলিয়াস, শামসুল আলম প্রমুখ। সভায় রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও প্রত্যাশার রূপকল্প বাস্তবায়ন ও চট্টগ্রামের উন্নয়ন সর্বোপরি দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সমৃদ্ধির প্রতীক নৌকার বিজয় ছাড়া কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।