চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা গতকাল ১৫ নভেম্বর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এ বি এম আজাদ। সভায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও বিভাগীয় কমিশনার এ বি এম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সংস্থার লোগো সম্বলিত ব্লেজার পরিয়ে দেয়া হয়। সভায় কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আগামী ডিসেম্বর মাসে চট্টগ্রামে আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা, জানুয়ারী মাসে ফেনীতে আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং আগামী মার্চ মাসে আন্তঃজেলা টি ২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস, আমির হোসেন বাহার, মোহাম্মদ ইসলাম বেবী, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, অতিরিক্ত সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, সদস্য শামসুল হাসান মিরন, আব্দুর রব শামীম, শুসেন চন্দ্র শীল, আবু সামা বিপ্লব, আশরাফুন্নেসা মুন্নি, মিসেস শর্মিষ্ঠা রায়, মো. ওসমান গনি, গোলাম মোস্তফা বাবু, জুয়েল চাকমা ও মোহাম্মদ শফিউল আজম। প্রেস বিজ্ঞপ্তি।