ভাটিয়ারীতে মার্কেটে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৪৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, ভাটিয়ারী এলাকার মো. নাজিম উদ্দিনের মালিকানাধীন ॥মার্কেটে পুরাতন জাহাজের দামী ইলেকট্রিকের বিভিন্ন মালামালের দোকান রয়েছে। দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে মুহূর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকানর মূল্যবান ইলেকট্রিকের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে হামিদুল আলম মিন্টু নামের এক ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি সাধন হয়। তার দোকানে থাকা প্রায় দেড় কোটি টাকার মূল্যবান মালামাল সম্পুর্ণ পুড়ে যায়। এছাড়া অহিদুল আলম মেম্বারের ২৫ লক্ষ টাকা, মো. জাবেদের ৫ লক্ষ টাকা, নুর উদ্দিনের ৫ লক্ষ টাকা, মো. এসকান্দরের ৫ লক্ষ টাকা, শাহ আলমের ২ লক্ষ টাকা এবং খোকন এর ১ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানান তারা।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেণ আনতে সক্ষম হয়। প্রাথমিকবাবে ধারনা করা হচ্ছে, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জন শনাক্ত
পরবর্তী নিবন্ধদোহাজারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ