বোয়ালখালীতে শ্যামাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ সারোয়াতলী সার্বজনীয় মা মনসা মন্দির প্রাঙ্গনে গত শক্রবার অনুষ্ঠিত হয়েছে। মিল্টন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ৫নং সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুনীল দাশ, কার্তিক শীল, রাজু বিশ্বাস, শিক্ষক দীলীপ মল্লিক, রয়েল চৌধুরী, শম্ভু আইচ, অভি শীল, অমিত শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।