দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করেছে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পথচারী ও রিকশাচালকদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর ডা. সুকান্ত ভট্টাচার্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার আশরাফুল আলম আরজু, জিএসটি কো-অর্ডিনেটর শওকত চৌধুরী, জিএলটি কো-অর্ডিনেটর জিকে লালা, জিএমটি কো-অর্ডিনেটর আরিফ আহমেদ, অক্টোবর সার্ভিস কমিটির সেক্রেটারি আবু মোর্শেদ।
প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান ডা. দেবাশীষ দত্তের সভাপতিত্বে ও সেক্রেটারি লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারম্যান আফরোজা বেগম, জোন চেয়ারম্যান আসিফ উদ্দিন ভুঁইয়া, লিও ইয়্যুথ এঙচেঞ্জ চেয়ারম্যান নবিউল হক সুমন, তারিক কামাল, আউয়াল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ হোসেন রানা, আবদুল মতিন, লিও জেলা প্রেসিডেন্ট লিও এইচ এম হাকিম, সেক্রেটারি জাহিদ হাসান প্রিমন প্রমুখ। কর্মসূচিতে জেলা গভর্নর বলেন, বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশসহ সারাবিশ্বে এই রোগ এখন মহামারী রূপ নিচ্ছে। দেশে বর্তমানে ৮৪ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসার চেয়ে সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ এ রোগ থেকে মুক্তি লাভে। তাই নিজেকে সচেতন হতে হবে, অন্যদেরও সচেতন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।