পতেঙ্গায় হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ৯:৪৭ পূর্বাহ্ণ

পতেঙ্গায় হাসান স্মৃতি আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ২য় বারের মতো শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত শুক্রবার কাটগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, শেখ কামাল স্মৃতি স্পোর্টিং বনাম মাইজপাড়া কিশোর প্রতিনিধি। খেলায় শেখ কামাল স্মৃতি স্পোর্টিং ১-০ গোলে মাইজপাড়া কিশোর প্রতিনিধিকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শেখ কামাল স্পোর্টিংয়ের ইমন। খেলা পরিচালনায় ছিলেন লুৎফর রহমান আরমান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া কাটগড় শাখার পরিচালক টিটু দেব, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মনজুর আলম, শিক্ষক দেলোয়ার হোসেন, আ জ ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক ও পতেঙ্গা ইয়াং স্টার ব্লাড ডোনারের সভাপতি জোবায়ের বাসার, ড্রাগন ক্লাবের সাবেক খেলোয়াড় নাহিদ, হাসান স্মৃতির সভাপতি গিয়াস উদ্দিন, তৈয়ব, হালিম, জুয়েল, শাহীন, হানিফ, মাসুদ, নিহাল, রাহাত, শাওন, ফেরকান, ওকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদমতলীতে হোসেনুজ্জামান চেয়ারম্যান আন্তঃ ফুটবল টুর্নামেন্টে কেকেআর জয়ী
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে ইস্টার্ন মোটরস স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ